বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সদস্য ও শেরপুর উপজেলা কমিটির সভাপতি, জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১০ আগস্ট/২৪ সকাল ৯ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার বাদ আছর তার গ্রামের বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামস্থ স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন পেশার মানুষ। তিনি ধুনট মহিলা ডিগ্রী কলেজে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক আবু সাঈদ, নির্বাহী সদস্য সুজিত বসাক, আকরাম হোসাইন, আব্দুল আলীম, জাহাঙ্গীর হোসেন ও শাহ জামাল কামাল। জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো বিবৃতি দিয়েছেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সুজন- সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সভাপতি প্রফেসর ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মমিন রশিদ শাইন, সুজন গাবতলী উপজেলা কমিটির সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল, সাজেদুর রহমান মোহন, মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধ্যক্ষ এম ফজলুল হক বাবলুসহ আরো বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে ।
সুব্রত ঘোষ
বগুড়া