চাঁপাইনবাবগঞ্জের আদালত মালখানা থেকে গত সোমবার (৫ আগস্ট ) লুট হওয়া বিভিন্ন মামলার আলামত সমূহের মধ্য চারটি মোটরসাইকেল উদ্ধার হ’য়েছে। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) রেল বাগান পাড়ায় বিক্রি করতে গেলে ভাঙড়ী ব্যবসায়ীরা মোটরসাইকেলগুলি উদ্ধার করে সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সেনা কতৃপক্ষ ব্যাবসায়ীদের উদ্ধার মোটরসাইকেলগুলি তাদের শাহনেওয়ামতুল্লাহ কলেজ অবস্থিত ক্যাম্পে অবিলম্বে জমা দেওয়ার নির্দেশনা দেন। সে”অনুযায়ী ভাঙড়ী ব্যবসায়ী মোঃ তুহিন মোটরসাইকেল গুলো ক্যাম্পে জমা দেন।
সেনা ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা জানান, উদ্ধার মোটরসাইকেল গুলোর ব্যপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এঘটনায় দ্রুত পালিয়ে যাওয়াই কোন লুটকারীকে আটক বা সনাক্ত করা সম্ভব হইনি বলে জানান ব্যবসায়ী তুহিন।
উল্লেখ গত সোমবার রাতে মালখানা থেকে বিভিন্ন মামলার আলামত বিপুল পরিমাণ নেশাদ্রব্য,দেশীয়,অস্ত্র,বেশ কয়েকটি মোটরসাইকেলসহ বহু সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র দুই দফায় লুট হয়। ঘটনাটি ব্যাপক আলোচিত হয় ও চঞ্চল্যর সৃষ্টি করে। আদালত পুলিশ লুট হওয়া মালামালের পরিমান এখনো নিশ্চিত করতে পারেননি।