ময়মনসিংহের তারাকান্দায় পেটে চিকরা মাছ ঢুকে সজীব মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের মাইন উদ্দিনের পুত্র।
সজীব মিয়া বুধবার বিকালে বাড়ির পাশের সোয়াই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। একটি চিকরা মাছ ধরে মুখে আটকে রেখে অন্য মাছ ধরার চেষ্টা করে। এ সময় মুখে রাখা মাছটি ছুটে গলা দিয়ে পেটের ভিতর চলে যায়। পরে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক সমস্যা নেই মনে করে বাড়ি পাঠিয়ে দেন। রাতে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।