দীর্ঘ প্রায় ১৫ বছর পর ঝিনাইদহে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জেলা শহরের পায়রা চত্বরে এ সমাবেশ করে দলটি।
দুপুর ৩টা থেকে বিভিন্ন এলাকা হতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং আন্দোলন সংগ্রামে নিহতদের ছবি হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন হাজারও নেতাকর্মী সর্মথক।
ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। বক্তব্য রাখেন- জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মতিউর রহমান, জেলা আমির অধ্যাপক আলী আজমসহ ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, জালেম সরকারের পতন হয়েছে। ছাত্ররা আমাদের জাতীয় বীর। তাদের রক্ত বৃথা যেতে দেব না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কুরআনের আলোকে সুন্দর দেশ গড়তে হবে। জালেম আওয়ামী লীগ সরকারের সময় যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে। লুট হওয়া সম্পদ, টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।