নগরীর দুই নম্বর গেটস্থ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চশমা হিলে এ ঘটনা ঘটে। এসময় বাসার নিচে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও মন্ত্রীর ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। শিক্ষামন্ত্রীর বাসভবনের মূল গেট ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়। ঘটনার সময় মন্ত্রী মহিব মহিবুল হাসান চৌধুরী বাসায় ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশ- নার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে উল্লেখ করে বলেন, ঘটনায় জড়িতদের পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে। এরপর তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে। ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাহুল দাস জানান, ‘সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মিশে থাকা বিএনপি-জামায়াতের ৭০/৮০ জনের একটি দল মন্ত্রীর বাসায় হামলা চালায়। মন্ত্রীর চশমা হিলস্থ বাসার গেটে
গিয়ে গেট ভেঙে বাসায় ঢুকে ভেতর থাকা দুটি গাড়ি ভাঙচুর ও মন্ত্রীর ব্যবহৃত গাড়িতে আগুন দেয়।’ এ ঘটনাকে জঘন্য ও নজিরবিহীন মন্তব্য করে তিনি বলেন, ‘চট্টগ্রামে কোন রাজনৈতিক নেতার বাসায় এ ধরনের হামলার রেকর্ড নেই।’ এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর
বাসভবনে হামলার চেষ্টা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে নগরীর বহদ্দারহাটের বাসায় হামলার চেষ্টা করা হয়। এসময় হামলাকারীরা মেয়রের বাসার প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। বাসার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। তবে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয়। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর একান্ত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী বলেন, ‘বহদ্দারহাট থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এসময় তারা ইট-পাটকেল ছুঁড়তে থাকে।
তবে বাসার ভেতরে প্রবেশ করতে পারেনি। পুলিশ তাদের ধাওয়া দিলে চলে যায় তারা। হামলার সময় মেয়র বাসার ভেতর ছিলেন বলে জানান তিনি।’ অন্যদিকে, হামলার অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না। তবে দুস্কৃতিকারীরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, রাতে চট্টগ্রাম সিটি মেয়রের বাসায়ও হামলা চালানো হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিবে।’