সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পটুয়াখালী শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা
৩ আগস্ট শনিবার বিকালে শহরের তিতাস মোড় সংলগ্ন বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
মিছিলটি শুরু করে ঝাউলা নবনির্মিত শহীদ মিনারে গিয়ে মিলিত হয় আন্দোলনরত শিক্ষার্থীরা পরে সেখানে জরো হওয়া হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক অতিক্রম করে চৌরাস্তায় গিয়ে মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ১দফা দাবী আদায়ের লক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে বর্তামান সরকারের প্রধান মন্ত্রীকে স্বৈরাচার আখ্যায়িত করে পদত্যাগ দাবী করেন।
এসময় শিক্ষার্থীরা পুলিশ র্যাব সেনাবাহিনীকে দেখে বিভিন্ন শ্লোগান দিয়ে সেনাবাহিনীকে দেশ পরিচালনা করার আহবান জানান, সেখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদ মিনারে এসে মোমবাতি জ্বালিয়ে আলো প্রদর্শন করেন।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর লেবুখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। ৩ আগস্ট শনিবার বেলা ১১ টার দিকে লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় মাথায় লাল কাপড় বেঁধে হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন। ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে স্থান ত্যাগ করে বিক্ষোভকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।