১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এদিকে আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ১৪ দলের নেতারা। আজ বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা ভবনের ভেতরে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখেন।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ, সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয় নিয়ে যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।
১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠক
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ জুলাই) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।