রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং দ্রুত কারফিউ প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি)।
সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি প্রেসিডিয়াম সভায় এ আহ্বান জানানো হয়েছে।
ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান রনো, মহাসচিব প্রফেসর মো. হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মো. জসিম, মাহফুজা বেগম, জান্নাতুল ফেরদৌস, প্রিন্সিপাল কাইয়ুম, ফরিদ উদ্দিন আহমেদ ও প্রিন্সিপাল হুমায়ুন কবির।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া ন্যূনতম একদফায় সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে একাত্মতা ও সংহতি জানানো হয়।
সভায় ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, বর্তমান ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাই পারে এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।