বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের গতকাল (বুধবার) দুপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেন শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ। সকাল থেকেই যাত্রাবাড়ী এবং এর আশপাশ এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে যাত্রবাড়ী থানার সামনে দুই যুবকের পায়ে গুলি করেছে র্যাব। বিষয়টি নিশ্চিতি করার জন্য থানায় যোগাযোগ করারর চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।