সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনের জন্য আজ রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ ঘোষণা দিয়ে তারা উপাচার্যের বাসভবন এলাকা ছেড়ে যান।
আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের মতো কর্মসূচি শেষ হলো। আগামীকালের কর্মসূচি রাতে আলোচনা করে ঘোষণা করা হবে।
কোটা সংস্কার আন্দোলনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানান হাসনাত আবদুল্লাহ।
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।