টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ জয়ী ৩ প্রার্থী ৪ জুলাই বৃহস্পতিবার শপথ বাক্য পাঠ করেছেন।
চেয়ারম্যান পদে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আজহারুল ইসলাম আজাহার এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মাহবুবা শাহরীন ৪ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
মির্জাপুর উপজেলা পরিষদের ষষ্ঠতম এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত আনারস মার্কায় ৫৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে জয়ী হন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দু’জন প্রার্থী প্রতিযোগিতা করেন। তালা মার্কায় আজহারুল ইসলাম আজাহার ৫৬ হাজার ৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন প্রার্থী ভোট যুদ্ধে শরিক হন। তাদের মধ্যে ৫৫ হাজার ৪৮৮ ভোট পেয়ে মাহবুবা শাহরীন কলস মার্কা নিয়ে জয়লাভ করেন।
শপথ বাক্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীগণ।