রংপুরের জেলার মিঠাপুকুর উপজেলায় ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে (৪ জুলাই) বৃহস্পতিবার সকালে শাক তুলতে গিয়ে সেফটিক ট্যাংকে পড়ে মা ছেলে সহ ৩ জনের এই মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের বরাত এবং ঘটনা স্থলে সরজমিনে গিয়ে দেখা যায়, উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম প্রতিদিনের মতো রান্না করার জন্য কচুশাক তুলতে গেলে সেখানে সেফটি ট্যাংকির উপর পাড়া দিলে সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায়।মাকে বাচাতে ছেলে হুদা মিয়া আসলে সেও সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায় পারে স্থানীয় তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া মা ছেলেকে বাঁচাতে আসলে তারও মর্মান্তিক এই মৃত্যু হয়। ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তিনজনই মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাটিতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের চৌকস কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটেযান এবং ৩টি নিথর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।প্রাথমিকভাবে ধারণা করো হচ্ছে সেফটি ট্যাঙ্কে অতিরিক্ত গ্যাস জমে থাকার কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসাস ইনচার্জ (ওসি) জনাব,ফেরদৌস ওয়াহিদ দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন, ঘটনাটি একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।