সাত কোটি ৭৫ লাখ সাত হাজার ৪৯৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের সাবেক সহকারী পরিচালক বদরুন নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদক এই মামলা করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী পরিচালক বদরুন নাহারের বিরুদ্ধে মামলা হয়েছে। সাত কোটি ৭৫ লাখ সাত হাজার ৪৯৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করেছে।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সোমবার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
বদরুন নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক এই কর্মকর্তা তার সম্পদ বিবরণীতে এক কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর তিনি বিবরণীতে যে সম্পদের তথ্য দিয়েছেন সেখানে দেখা গেছে যে তিনি পাঁচ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।