কিশোরগঞ্জের কটিয়াদীতে মায়ের অভিযোগের ভিত্তিতে মো. মেরাজ মিয়াকে (২২) ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।
মাদকাসক্ত মো. মেরাজ মিয়া কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডে হালুয়াপাড়া মহল্লার মো. ফরিদ মিয়ার ছেলে।
মাদকাসক্তের বাবা মো. ফরিদ মিয়া জানান, আমার ৪ ছেলে ও ২ মেয়ের মাঝে ৩য় ছেলে বখাটেদের সঙ্গে মিশে গাঁজা সেবন করে। গাঁজার টাকার জন্য প্রায়ই আমাকে ও তার মাকে মারধর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ও আমার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করি।
কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন জানান, বাবা-মায়ের অভিযোগের প্রেক্ষিতে মেরাজ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মেরাজ প্রায়ই মাদক সেবনের টাকার জন্য তার বাবা মাকে মারধর করত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা জানান, অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত মেরাজ মিয়াকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত জনপ্রতিনিধি ও জনগণের সামনে মাদক সেবন, বাবা ও মাকে মারধরের কথা স্বীকার করেন। আইন মোতাবেক তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।