ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পুরো ঘটনাটাই ঘটেছিল উদ্দেশ্য প্রনিত ধুম্রজালে দখল-চাঁদাবাজি-ইজারায় হাত বদল: হেমায়েতপুর-আমিনবাজারে ‘নতুন সম্রাট’ মুশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা পানিতে ডুবে প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য: পঙ্কজ বড়ুয়া চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

সুনামগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি, ফের বন্যার শঙ্কা

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়েছে। ফের বন্যার আশঙ্কায় জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭০ মিলিমিটার ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামী তিনদিন জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতেও বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এছাড়া যাদুকাটা নদীর পানি শক্তিয়ারখলা পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ও সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।

এতে পাহাড়ের পাদদেশের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক (সাব মার্জিবল) আবার তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার হচ্ছে নৌকা। সুনামগঞ্জ শহরের সুরমা তীরবর্তী তেঘরিয়া এলাকার বাসিন্দা আব্দুল অদুদ বলেন, সড়কে পানি উঠে গেছে। বাড়িতে পানি উঠতে আর সামান্য বাকি। সুনামগঞ্জের সুরমা তীরবর্তী বসতিগুলোতে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার দুটি নদীর ৩টি পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলাব্যাপী স্বল্প মেয়াদি বন্যা হতে পারে। তবে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা

সুনামগঞ্জের নদ-নদীতে বাড়ছে পানি, ফের বন্যার শঙ্কা

আপডেট সময় ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বেড়েছে। ফের বন্যার আশঙ্কায় জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭০ মিলিমিটার ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামী তিনদিন জেলায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতেও বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এছাড়া যাদুকাটা নদীর পানি শক্তিয়ারখলা পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ও সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।

এতে পাহাড়ের পাদদেশের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক (সাব মার্জিবল) আবার তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার হচ্ছে নৌকা। সুনামগঞ্জ শহরের সুরমা তীরবর্তী তেঘরিয়া এলাকার বাসিন্দা আব্দুল অদুদ বলেন, সড়কে পানি উঠে গেছে। বাড়িতে পানি উঠতে আর সামান্য বাকি। সুনামগঞ্জের সুরমা তীরবর্তী বসতিগুলোতে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার দুটি নদীর ৩টি পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলাব্যাপী স্বল্প মেয়াদি বন্যা হতে পারে। তবে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে।