ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পুরো ঘটনাটাই ঘটেছিল উদ্দেশ্য প্রনিত ধুম্রজালে দখল-চাঁদাবাজি-ইজারায় হাত বদল: হেমায়েতপুর-আমিনবাজারে ‘নতুন সম্রাট’ মুশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা পানিতে ডুবে প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য: পঙ্কজ বড়ুয়া চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

গৌরীপুর-ঢাকা সড়কে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ!

দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকা-গৌরীপুর সড়কে। এতে বিপাকে পড়েছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার উপজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিক্ষুব্ধ যাত্রী আব্দুল বারেক বলেন, বাস বন্ধ। প্রচণ্ড বৃষ্টি। বিকল্প পরিবহণে যাওয়া এখন কঠিন। দীর্ঘদিন যে নিয়মে চলছে, সেই নিয়মেই চলা উচিত। এক গাড়ি প্রতিদিন ফাস্ট টিপ যাবে, তা তো কেউ মানবে না।

কাঁঠালের বস্তা, চালের বস্তা, দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে হাজির হন পৌর শহরের গোলকপুর মহল্লায় হাছান আলী। তিনি বলেন, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি আগেই মাইকিং করে জানানো উচিত ছিল। আমরা জানি বাসস্ট্যান্ডে এসে বাস পাব। এই ভোরে রাস্তায় একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে?

জানা যায়, এ সড়কে বাস চলাচল রোববার থেকে বন্ধ রয়েছে। শনিবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু পরিবহণের যাত্রীদের ময়মনসিংহ ব্রিজে মালিক সমিতি ও কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা নামিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে গৌরীপুর মালিক ও শ্রমিকরা রোববার গৌরীপুর থেকে ঢাকা সড়কে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ করে দিয়েছেন।

ধূমকেতু পরিবহণের মালিক মো. নুরুল ইসলাম যুগান্তরকে বলেন, তাদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার পরও যাত্রীদের হেনস্তা করা হয়েছে। যাত্রীরা বাসের শ্রমিকদের মারধর করতে এসেছে। তাই শ্রমিকদের নিরাপত্তা না থাকায় ও যাত্রীদের হেনস্তা করার কারণে আমরা বাস সার্ভিস বন্ধ করে দিয়েছি।
গৌরীপুরের বাসমালিক ও পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম জানান, বাসের যাত্রীদের ব্রিজে নামিয়ে দেওয়ায় চালক-হেলপার যাত্রীদের নিকট লাঞ্ছিত হয়েছেন। বিক্ষুব্ধ যাত্রীদের রোষানলে পড়েছি আমরাও। শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ যুগান্তরকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টির সুরাহা করব। সেই লক্ষ্যে কাজ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা

গৌরীপুর-ঢাকা সড়কে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ!

আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকা-গৌরীপুর সড়কে। এতে বিপাকে পড়েছেন এ সড়কে যাতায়াতকারী যাত্রীরা।

সোমবার উপজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিক্ষুব্ধ যাত্রী আব্দুল বারেক বলেন, বাস বন্ধ। প্রচণ্ড বৃষ্টি। বিকল্প পরিবহণে যাওয়া এখন কঠিন। দীর্ঘদিন যে নিয়মে চলছে, সেই নিয়মেই চলা উচিত। এক গাড়ি প্রতিদিন ফাস্ট টিপ যাবে, তা তো কেউ মানবে না।

কাঁঠালের বস্তা, চালের বস্তা, দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে হাজির হন পৌর শহরের গোলকপুর মহল্লায় হাছান আলী। তিনি বলেন, বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি আগেই মাইকিং করে জানানো উচিত ছিল। আমরা জানি বাসস্ট্যান্ডে এসে বাস পাব। এই ভোরে রাস্তায় একটা অঘটন ঘটলে তার দায় কে নেবে?

জানা যায়, এ সড়কে বাস চলাচল রোববার থেকে বন্ধ রয়েছে। শনিবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু পরিবহণের যাত্রীদের ময়মনসিংহ ব্রিজে মালিক সমিতি ও কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা নামিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে গৌরীপুর মালিক ও শ্রমিকরা রোববার গৌরীপুর থেকে ঢাকা সড়কে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ করে দিয়েছেন।

ধূমকেতু পরিবহণের মালিক মো. নুরুল ইসলাম যুগান্তরকে বলেন, তাদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার পরও যাত্রীদের হেনস্তা করা হয়েছে। যাত্রীরা বাসের শ্রমিকদের মারধর করতে এসেছে। তাই শ্রমিকদের নিরাপত্তা না থাকায় ও যাত্রীদের হেনস্তা করার কারণে আমরা বাস সার্ভিস বন্ধ করে দিয়েছি।
গৌরীপুরের বাসমালিক ও পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম জানান, বাসের যাত্রীদের ব্রিজে নামিয়ে দেওয়ায় চালক-হেলপার যাত্রীদের নিকট লাঞ্ছিত হয়েছেন। বিক্ষুব্ধ যাত্রীদের রোষানলে পড়েছি আমরাও। শ্রমিকরা এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ যুগান্তরকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টির সুরাহা করব। সেই লক্ষ্যে কাজ করছি।