সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা ও শিশুসন্তানের। রোববার বিকাল সোয়া ৪টা দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার শিশুসন্তান আব্দুল্লাহ (৭)।
যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, নরসিংদী থেকে ভোলাগঞ্জ সাদাপাথরে স্ত্রী-সন্তানসহ ভ্রমণে আসেন দেলোয়ার হোসেন। সঙ্গে ছিল তার বন্ধু মনিরুজ্জামান ও তার স্ত্রী-সন্তান এবং ভাগিনা। ভ্রমণ শেষে সিএনজি দিয়ে ফেরার পথে রোববার বিকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে সিএনজি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের স্ত্রী স্মৃতি ও শিশুসন্তান আব্দুল্লাহ মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন দেলোয়ার ও সিএনজি চালক। সিএনজির অন্য যাত্রীরাও আহত হয়েছেন, তবে গুরুতর নয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত মা ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।