বগুড়ার সারিয়াকান্দিতে মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে জনি আকতার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এ তথ্য দিয়েছেন।
স্বজনরা জানান, গৃহবধূ জনি আকতার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ি গ্রামের হান্নান প্রামানিকের স্ত্রী। তিনি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে মাঠে বেঁধে রেখে আসেন। শুক্রবার জুমার নামাজের পর মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। বেলা ২টার দিকে তিনি মাঠে ছাগল আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে জনি আকতার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার সময় পথিমধ্যে জনি আকতারের মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।