ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা তাদের বিশেষ কৌশলে জেল কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বগুড়া ডিবি পুলিশের অভিযানে আবার তাদের আটক করা হয়েছে।জানা যায়,বগুড়ায় জেলা কারাগার থেকে ৪ জন ফাঁসির আসামি রাতে পলায়ন করে। আবার সকাল ৭ টায় গ্রেফতার করে বগুড়া ডিবি পুলিশ। ২৬ জুন বুধবার শেষ রাতে বগুড়া জেলা কারাগার থেকে ৪ জন ফাঁসির আসামি জেলখানার জাফলং সেলের ২ নং কক্ষের ছাদ ফুটো করে রশীর সাহায্যে দেয়াল বেয়ে জেলখানা হতে পালিয়ে যায়। ঘটনার জানাজানি হলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ বগুড়া শহরের চেলোপাড়া থেকে পুনরায় আসামিদেরকে গ্রেফতার করে। বর্তমানে তারা ডিবি পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে ।
জেল পলাতক ৪ জন আসামিরা হলেন বগুড়ার কাহালু উপজেলার উলুট পূর্বপাড়ার আবদুল মান্নানের ছেলে জাকারিয়া, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম, নরসিংদী জেলার ফজর কান্দির ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমওর হোসেন এবং বগুড়া শহরের ইসরাইল হোসনের ছেলে ফরিদ শেখ।