র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২৪ তারিখ রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বর্ণিত আসামীরা ১।মোঃ জাহিদুল ইসলাম(৪০) ২। মোঃ জাফর ইকবাল (৩৫),উভয় পিতা মোঃ আবুল কাশেম,৩। মোঃ আমিনুল ইসলাম (৪৫), ৪। মোঃ এমদাদুল হক(৪২),৫। মোঃ এনামুল হক (৩৮),সকলের পিতা মোঃ রফিকুল হক,৬। মোছাঃ লিপি বেগম (৩৫),স্বামী মোঃ জাহেদুল ইসলাম,৭। মোছাঃ জাহানারা বেগম (৫৫) স্বামী মৃত বাবু কাশেম ৮। মোছাঃ রিক্তা বেগম(৩০) স্বামী মোঃ জাফর ইকবাল, ৯। মোছাঃ কাকলী বেগম (৪০) স্বামী মোঃ আমিনুল ইসলাম ,তাহারা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো ছোড়া, লাঠি, লোহার রড, বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া আশরাফুজ্জামান এর বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করিয়া মোঃ আশরাফুজাম্মান (৪১) ও তার পরিবারের উপর গলাবাজি করিতে থাকে উক্ত গলাবাজি শুনিয়া আশরাফুজ্জামান আগাইয়া গেলে ৩ নং আসামীর হুকুমে অপরাপর আসামীরা আশরাফুজ্জামানকে আক্রমন কারিয়া মারপিট করতে থাকে মারপিটের এক পর্য়ায়ে ৫নং আসামী হত্যার উদ্দেশ্যে তাহার দুইহাত দ্বারা আশরাফুজ্জামান এর গলা চিপিয়া ধরলে শ্বাস বন্ধ হইয়া মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে । এদৃশ্য দেখিয়া তার বড় ভাই মোঃ এমদাদুল হক (৪৮) ৫নং আসামীকে ধাক্কা মারিয়া সরাইয়া দেয় এবং তার জীবন রক্ষা করে । তখন ২নং এবং ৩নং আসামীর হুকুমে ধারালো ছোরা ব্যবহার করে এমদাদুল হক এর মাথা ও চোখে গুরুতর জখম করে ,এর পর ১নং আসামী হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্বারা স¦জোরে একাধিক ডাং মারিয়া এমদাদুল হক এর মাথার পাশে গুরুত্বর আঘাত করে। এ অবস্থায় এমদাদুল হক মাটিতে পরে গেলে ৪নং ৫নং ৬নং ও ৭নং আসামী লোহার রড ও লাঠি দ্বারা বুকে, পিঠে এলোপাতারি মারধর করে। পরবর্তীতে এমদাদুল হকের অবস্থা খারাপ হওয়ায় চিকিসার জন্য পীরগাছা স¦াস্থ্য কমপ্ল্রেক্য্রে নিয়ে গিয়ে ভর্তি করিলে কর্তৃব্যরত চিকিৎসক জানায় এমদাদুল হক এর অবস্থা আশংকার জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন । উক্ত হাসপাতালে চিকিসাৎধীন থাকা অবস্থায় ২৬/০৫/২৪ ইং তারিখে ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেন।এই প্রেক্ষিতে পীরগাছা থানায় মামলা দ্বায়ের করা হয় যারা মামলা নং-২৬, তারিখ-২৬/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীগণ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/০৬/২০২৪ ইং তারিখ রাত্রি ০২.০০ ঘটিকায় দিনাজপুর জেলায় খানসামা থানাধীন টংগুয়া বাজার পাড়া হতে হত্যা মামলার ০১নং আসামী মোঃ জাহেদুল ইসলাম (৪০), পিতা-মৃত বাবু কাশেম , থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করেন রংপুরের জেলায় পীরগাছা থানায় গঙ্গানারায়ন গ্রামস্থ জমিজমা বিবাদে হত্যা মামলার প্রধান আসামি মোঃ জাহিদুল ইসলামকে দিনাজপুর জেলার খানসামা থানাধীন টংগুয়া বাজার বাজার পাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদেরকে রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।