র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অভিযান চালিয়ে আসছে।
এজাহারের সংক্ষিপ্ত বিবরণ এই যে, ভিকটিম মোঃ রুবেল মিয়া (৬২), সাং-বুজরুক বিষ্ণুপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা এবং আসামীগণ একই পাড়ার প্রতিবেশী হওয়ায় পূর্ব হইতে তাহাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়া বিরোধ চলিয়া আসিতেছিল। এরই জের ধরিয়া ঘটনার দিন অর্থাৎ ইং ১৭/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকায় বিতর্ক হয় এবং ইং ১৮/০৬/২০২৪ তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকায় ভিকটিম বাড়ী হইতে বাজার যাওয়ার পথিমধ্যে পলাশবাড়ী থানাধীন বুজরুক বিষ্ণুপুর মৌজাস্থ বোর্ড বাজার নামক স্থানে আসামীগন ধারালো ছোরা, কাঠের বাতা দিয়ে ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করিয়া রক্তাক্ত কাটা জখম করে গুরুত্বর জখম করে। ভিকটিম সহ অন্যান্যরাও গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হন।
আসামীদের আঘাতে ভিকটিম রক্তাক্ত কাটা জখম করে গুরুত্বর জখম প্রাপ্ত হওয়ায় প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়া চিকিৎসাধীন অবস্থায় গত ইং ২০/০৬/২০২৪ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় মৃত্যু বরন করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাবী বাদী হইয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং-১৯/১৩৩, তারিখ: ১৯ জুন ২০২৪ইং, ধারা: ১৪৩/৪৪৭/৩৪১/ ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড দায়ের করেন। এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৬/২০২৪ খ্রিঃ তারিখে গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় টহল ডিউটি করাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারা যায়, গাইবান্ধার পলাশবাড়ী থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সহ এজাহার নামীয় ২নং আসামী গাইবান্ধা জেলার সদর থানাধীন মোল্লারচর হাতিমারা বাজার এলাকায় অবস্থান করছে। অত:পর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৬.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে মামলার মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী মোঃ আতিয়ার রহমান (৫৫), পিতা-মৃত আবু হাজী @ আবুল কাশেম এবং ২নং আসামী মোঃ মধু মিয়া (৬৫), পিতা-মৃত আবু হাজী@ আবুল কাশেম, উভয় ঠিকানা: সাং-বুজরুক বিষ্ণুপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাদ্বয়’কে গ্রেফতার করেন।
পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের নিমিত্তে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্ত করা হয়েছে।