রাজশাহীর বাঘায় উপজেলা পরিশদের সামনে মূল সড়কে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ এখনো চলছে। পর সামনে মুল সড়কে
আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পৌর-মেয়র আক্কাছ আলী, আরানি ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।