বরগুনায় সদ্য যোগদান করা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম হুমায়ুন কবিরের মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বরগুনার এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রকৌশলী হুমায়ুন কবির। পরে পটুয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় রিমালে দক্ষিণ অঞ্চলের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শনবিষয়ক পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে পটুয়াখালীর কলাপাড়ায় গিয়েছিলেন বরগুনার নির্বাহী প্রকৌশলী এসএম হুমায়ুন কবির। অনুষ্ঠান শেষে সেখান থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ৫ মে বরগুনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।