ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডে রাস্তা না হওয়ায় ভোগান্তিতে শতাধিক পরিবার।
রাস্তাটি দেড় কিলোমিটার লম্বা ৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে শতাধিক পরিবার দিনরাত চলাচল করে থাকে। কোন লোক অসুস্থ হলে বাড়িতে অটোরিকশা ঢুকার উপায় নেই। অসুস্থ লোকটিকে হাসপাতালে নিতে হলে দেড় কিলোমিটার পথ পায়ে হেটে রাস্তায় উঠে অটোরিকশা নিতে হয়। যেই রাস্তাটুকু এখন আছে তাও একা পথ চলা ঝুকিপূর্ণ। রাস্তায় চলাচলের অনুপযোগী থাকায় এটি দিয়ে ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষার সময় একবারেই চলাচল করা অনুপযোগী। একবার বাজারে গেলে দ্বিতীয় বার বাসায় আসতে মন চায়না।
স্থানীয়রা বলছেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মধ্য ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বর্তমান মেম্বার ভোট সময় এই রাস্তাটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটে বিজয় লাভ করে তা ভুলে যায়। একাধিক বার আমরা তার কাছে গেলেও কোন আশ্বাস পাইনি।
পুরো রাস্তাটি চিকন একটি আইলের মতো হওয়া অনেক বয়স্ক ও শিশুরা স্কুলে যেতে গিয়ে পড়ে যায়, এতে দূর্ঘটনার শিকার হন। চলাচল করার রাস্তাটির অবস্থা খুবই নাজুক।
স্থানীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও স্হানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান ওই গ্রামের শতাধিক পরিবার।