ছাগলকাণ্ডে আলোচিত হওয়া মুশফিকুর রহমান ইফাতের নিজের ব্যবহারে জন্য রয়েছে চারটি গাড়ি। এবার নিজের গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি জমাতে চান ইফাত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘কারহাব বিডি’র অফিসিয়াল পেজ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেখানে চারটি গাড়ি বিক্রি করার জন্য পোস্ট দিয়েছেন ইফাত।
রাজধানীর সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার খাসি কিনতে গিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন এনবিআর এর কর্মকর্তার ছেলে ইফাত। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করেছেন, ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।
দেখা গেছে, কারহাববিডির অফিসিয়াল গ্রুপে ইংরেজিতে মুশফিকুর রহমান ইফাত আইডি থেকে তার চারটে গাড়ি বিক্রি হবে, এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। যদি কেউ কিনতে চায়, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে বলেছেন ইফাত।
তাহলে কী পারিবারিক কোনো চাপেই কানাডা চলে যেতে চাচ্ছেন ইফাত। নাকি তাকে ধরলেই তার পরিবারের সম্পদের আসল তথ্য ফাঁস হবে, এই কথা ভেবে তিনি চলে যেতে চাচ্ছেন?
ফেসবুকের ঐ পোস্টে নেটিজেনরা আরও অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, একজন সরকারি কর্মকর্তার ছেলের চারটি গাড়ি কিভাবে থাকে? এই প্রশ্নটাই ঘুরিয়ে-ফিরিয়ে করেছেন অনেকেই।