বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নাজিরপুর-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।
চিতলমারীর রাজনগর স্থানে ঢাকা থেকে ছেড়ে আশা রাজিব পরিবহণের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থালে মুমুনঅর রশিদ (৩৩) নিহত হয়।
নিহত মামুনঅর রশিদ নাজিরপুর উপজেলার অতুল নগর গ্রামের হাফেজ মুনসুর আলীর ছেলে।
চিতলমারী থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত মামুনঅর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।