রাজবাড়ীতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের পান্না চত্ত্বরে দৈনিক মাতৃকণ্ঠের কার্যালয়ে আলোচনা সভা ও কেকে কেটে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রকিবুল হাসান পিয়াল।
রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলানিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির রাজবাড়ী জেলার সাবেক স্টাফ রিপোর্টার করিম ইসহাক।
ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সময় টিভির রাজবাড়ী জেলার রিপোর্টার আশিকুর রহমান।
অনুষ্ঠানে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলাটিভির প্রতিনিধি শিহাবুর রহমান, এনজিও সমপদ এর নির্বাহী পরিচালক ও দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মো. হেলাল উদ্দিন সরদার, এসএ টিভির প্রতিনিধি সাজিদ মাহমুদ, দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, গ্লোবাল টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি মেহেদী হাসান, চ্যানেল২৪ এর প্রতিনিধি সুমন বিশ্বাস, যমুনা টিভির প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, দীপ্ত টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ইমরান হোসেন মনিম, ঢাকাপোস্টের প্রতিনিধি মীর শামসুজ্জামান সৌরভ, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, সুজন বিষ্ণু, সাংবাদিক আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, সিনান আহমেদ শুভ, ইমদাদুল হক রানা, বাবুল শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।