চট্রগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লোকমান হাকিম এর বাড়িতে অর্ধ শতাধিক নেতাকর্মীদের নিয়ে গত (১৩ এপ্রিল) রবিবার ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি নূর উদ্দিন সুমন।
এ সময় তিনি নির্মাণ সেক্টরকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস কে সামনে রেখে মহানগর কমিটির উদ্যোগে নানান কর্মসূচি নিয়ে প্রস্তুতি মূলক আলোচনা করেন। আলোচনা শেষে সহ-সভাপতি লোকমান হাকিম সকল অতিথিদের রাতের আপ্যায়ন করান এবং বিদায় মুহূর্তে মহান মে দিবসকে সামনে রেখে চট্টগ্রাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহানগরের সকল কর্মসূচির বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এতে মহানগর সভাপতি নূর উদ্দিন সুমনের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় আরো উপস্থিত ছিলেন,সহ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম,পাঁচলাইন থানায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়া উদ্দিন রাসেল,পাঁচলাইন থানায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদেক,সাংগঠনিক সম্পাদক সাইদুল সহ সাংবাদিক মুরাদ হোসেন বিপ্লব,সাংবাদিক রাজু শেখ,সাংবাদিক আরিফ,এবং সংগঠনের অন্যান্য আরো সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাকের,আহাদ,লিটন,ফারুক,ইয়াছিন সহ প্রমুখ।