দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সব চেয়ে বড় উৎসব এই ঈদুল ফিতর। দিনটি পালনে সকলেই সাধ্যমত চেস্টা করেন রঙিন করে তুলতে। যার ফলে প্রতিটি বাজার ও বড় বড় মার্কেট জমে উঠেছে বেচা-কেনা। কিন্তু সমাজের কিছু অসহায় দুস্থ্যদের কাছে ঈদ যেন রঙিন হতে পারে না। এসব মানুষদের মুখে হাঁসি ফোটাতে উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতিখার আহমেদ রঞ্জু। তিনি নিজে ও কয়েকজন মানবিক ব্যক্তির উদ্যোগে সম্প্রতি ৭০০ অসহায় দুঃস্থ পরিবারে মাঝে চাল বিতরণ করেছেন।এ ছাড়াও ব্যক্তি উদ্যোগে সাধ্যমত গরিব অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
ইফতিখার আহমেদ রঞ্জু বলেন,একটি উৎসব আসলে সব শ্রেনির মানুষ সামান্য ভাল থাকার চেষ্টা করে। কেউ পারে আবার কেউ পারে না। না পারা মানুষদের কল্যাণে কাজ করছি আমি। শুধু রোজার ঈদকে ঘিরে নয়-প্রতিটি অনুষ্ঠান ও উৎসবে তাদের পাশে থেকে সেবা করি।