ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মেলায় জাহাঙ্গীর কবির নানক

জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক আমবিয়েন্টে (Ambiente) ফেয়ার বা গৃহস্থালীর তৈজসপত্র মেলা। সারা বিশ্বের ১৭০টি দেশের চার হাজার ৯২৮টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন এবারের মেলায়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টি সহ সর্বমোট ৪৮টি কোম্পানি এবারের মেলায় এসেছে। স্টল উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম শিপু।

এই মেলাকে বাংলাদেশের অনেক বড অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাবেন।

পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ ৫ বারের মতো শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে দেশের দায়িত্ব দিয়েছেন, কারণ দেশ তার হাতেই নিরাপদ থাকে।এ সময় তার সঙ্গে মেলায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আব্বাস চৌধুরী, মাহফুজ ফারুক, বাবু সরদারসহ আরও অনেকে।

মেলায় আগত নারী উদ্যোক্তা শাহনাজ পারভিন ও রেহানা বাংলাদেশ সরকারের প্রশংসা করেন, তাদের ব্যাবসায় সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য।২৭টি হলে ৩৬০ বর্গ ফুট এলাকা নিয়ে এবারের মেলায় প্রথম দিনেই প্রায় এক লাখ দর্শনার্থী চষে বেড়িয়েছে মেলা প্রাঙ্গণ।

এ সময় মন্ত্রী নানক মেলার সিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন ফ্রাঙ্কফুর্ট মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন।

আরটিসান সিরামিকের কর্তৃপক্ষ মনে করেন ফ্রাঙ্কফুর্ট মেলা এমন একটি জায়গা যেখানে যে কোনো কোম্পানির উৎপাদিত পণ্য বাজারজাত করনের উত্তম জায়গা। তাদের কোম্পানির ৬০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রির চুক্তি এই মেলাতেই হয়।

বাংলাদেশের মঙ্গাপীড়িত এলাকা রংপুরের কচুরিপানাসহ বিভিন্ন বর্জ্য বা অবশিষ্ট ও রাসয়নিক দ্রব্য ছাড়া তৈরি পণ্য আজ বিশ্বে সমাদৃত হয়েছে জানিয়ে কোম্পানির সিও সেলিম আহমেদ বলেন, এসব ব্যবসায়ী নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক মেলায় জাহাঙ্গীর কবির নানক

আপডেট সময় ০৩:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক আমবিয়েন্টে (Ambiente) ফেয়ার বা গৃহস্থালীর তৈজসপত্র মেলা। সারা বিশ্বের ১৭০টি দেশের চার হাজার ৯২৮টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন এবারের মেলায়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টি সহ সর্বমোট ৪৮টি কোম্পানি এবারের মেলায় এসেছে। স্টল উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মো. সাইফুল ইসলাম শিপু।

এই মেলাকে বাংলাদেশের অনেক বড অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাবেন।

পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ ৫ বারের মতো শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে দেশের দায়িত্ব দিয়েছেন, কারণ দেশ তার হাতেই নিরাপদ থাকে।এ সময় তার সঙ্গে মেলায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আব্বাস চৌধুরী, মাহফুজ ফারুক, বাবু সরদারসহ আরও অনেকে।

মেলায় আগত নারী উদ্যোক্তা শাহনাজ পারভিন ও রেহানা বাংলাদেশ সরকারের প্রশংসা করেন, তাদের ব্যাবসায় সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য।২৭টি হলে ৩৬০ বর্গ ফুট এলাকা নিয়ে এবারের মেলায় প্রথম দিনেই প্রায় এক লাখ দর্শনার্থী চষে বেড়িয়েছে মেলা প্রাঙ্গণ।

এ সময় মন্ত্রী নানক মেলার সিওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন ফ্রাঙ্কফুর্ট মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন।

আরটিসান সিরামিকের কর্তৃপক্ষ মনে করেন ফ্রাঙ্কফুর্ট মেলা এমন একটি জায়গা যেখানে যে কোনো কোম্পানির উৎপাদিত পণ্য বাজারজাত করনের উত্তম জায়গা। তাদের কোম্পানির ৬০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রির চুক্তি এই মেলাতেই হয়।

বাংলাদেশের মঙ্গাপীড়িত এলাকা রংপুরের কচুরিপানাসহ বিভিন্ন বর্জ্য বা অবশিষ্ট ও রাসয়নিক দ্রব্য ছাড়া তৈরি পণ্য আজ বিশ্বে সমাদৃত হয়েছে জানিয়ে কোম্পানির সিও সেলিম আহমেদ বলেন, এসব ব্যবসায়ী নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন।