‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তামাবিল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় তামাবিল শুল্ক স্টেশনে কিয়োটা কনভেনশন হলে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে তামাবিল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আসাদুজ্জামানের সভাপতিত্বে ও রাজস্ব কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন, রাজস্ব কর্মকর্তা সালেহ আহমেদ। এ সময় সেমিনারে বক্তারা বলেন, রাজস্বের প্রবৃদ্ধি, দেশের সমৃদ্ধি। বক্তব্যের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়।
এ সময় বক্তরা বলেন বানিজ্য সহজীকরণের মাধ্যমে কাস্টমসের আনুষ্ঠানিকতা সমূহ সহজতর করে দ্রূততম সময়ে পন্য খালাসের মাধ্যমে বানিজ্য ব্যায় হ্রাস করা ও এর মাধ্যমে বানিজ্য সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, শিল্পায়ন,বিনিয়োগ বৃদ্ধি ও নতুন নতুন কর্মসংস্থান সৃজনের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ কাস্টমস ইতিমধ্যে চিরাচরিত অংশীজদের সংগে সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক ও বহুমুখি ব্যক্তি,সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্বমুলক সম্পর্ক গড়ে তুলেছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলি, সহ -সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন সিআইপি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ, সোনালি ব্যাংক তামাবিল শাখার ব্যবস্হাপক মো বদিউজ্জামান, তামাবিল বিওপি ক্যাম্প কমান্ডার রজব আলি, তামাবিল চুনাপাথর আমদানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সদস্য আব্দুল করিম রাসেল, জাকির হোসেন আর্মি,ইসমাইল হোসেন সহ অন্যান্যরা।