সারাদেশে ১৯৯২, সালে এসএসসি ও ১৯৯৪, সালে এইচএসসি পরীক্ষায় উত্তির্নদের সংগঠন আলোকিত ৯২৯৪, আয়োজনে অনুষ্ঠিত হয় পিকনিক ও দিনব্যাপী জমকালো আড্ডার আয়োজন।
সারা দেশ থেকে আগত প্রায় হাজারের অধিক আলোকিত বন্ধু যোগদান করেন এই আড্ডা ও পিকনিকে। গতকাল শুক্রবার গাজীপুরে উলুখোলা মেঘ বাড়ি রিসোর্টে বিশাল পরিসরে আয়োজন করা হয় এই প্রোগ্রামটি। সারা দেশ থেকে আগত বন্ধুরা গান, কবিতা আর স্মৃতিচারণের মধ্যে দিয়ে ফিরে যান ত্রিশ বছর আগের সেই সোনালী দিনে। আলোকিত বন্ধু সভাপতি ডাঃ আকবর হোসেন ও এর নেপথ্যে ভুমিকা পালন করেন।
বিভিন্ন জেলা থেকে থেকে আগত এবং ঢাকায় বসবাসরত বন্ধুরা এতে যোগ দান করেন। দিনব্যাপী খাওয়া দাওয়ার সাথে চলে ক্লান্তিহীন আড্ডা। বিভিন্ন জেলা থেকে নিজেরা বাস ভাড়া করে আসেন মেঘবাড়ি রিসোর্টে। আলোকিত বন্ধু হোসনে আরা মন্নি ও আজাদ সিদ্দিকীর সঞ্চালনায় দিনভর বন্ধুদের পদচারণা আর স্মৃতির পাতায় নিজেকে ধরে রাখতে ছবি তোলার মাধ্যমে আলোকিত বন্ধুদের জন্য দিনটি হয়ে ওঠে ভিন্ন আমেজের।
দিন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে সকলকে। আকর্ষণীয় র্যাফেল ড্রো পুরুস্কার বিতারণ, স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্তের জন্য সম্মাননা পদক প্রদানের মাধ্যমে বন্ধুদের উৎসাহিত করা হয়। ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের মধ্যে বিশেষ