সম্প্রতি ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় পুলিশ। সন্দেহের তালিকায় রয়েছেন ১ জন স্থানীয় কাউন্সিলর ও ২ স্কুল শিক্ষক। এই গ্রেফতারের ঘটনাকে ফ্রান্সের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর) স্থানীয় কমিশনার কুয়েন্টিন বেভান এএফপিকে জানিয়েছেন, স্থানীয় পুলিশ ৫৩ জনকে গ্রেফতার করেছে। তাদের সবার বয়স ৩০ থেকে ৬০ বছরের ভেতর। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগকারীদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দুইজন শিক্ষক, কয়েকজন ক্রীড়া প্রশিক্ষকসহ কেন্দ্রের একজন ব্যবস্থাপককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া এদের অনেকের বিরুদ্ধেই শিশু নির্যাতনের অভিযোগ আদে থেকেই রয়েছে৷
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন সবাই পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। যদিও কেউ কেউ মান সম্মান হারানোর ভয়ে নিজেদের দোষ স্বীকার করেনি।
বেভান জানিয়েছেন, অপরাধীদের কম্পিউটারে থাকা ভিডিও মুছে ফেলার কাজ করছে ফরাসি পুলিশ।
প্রতিবেদনে থেকে জানা গেছে, মোট ৫১ জনকে আদালতে হাজির করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ৩৮ জন আদালতের তত্ত্বাবধানে রয়েছে। বাকিদেরকে আরও তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তদন্ত অব্যাহত থাকবে।