সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে এখন তারই সুযোগ্য কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।
আজ বোধবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের সবার রাখতে হবে।’
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায়
১৫ বছরউন্নয়ন প্রচার জনসভায় তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহঃ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা,
মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সুনামগন্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলমগীর খসরু, ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আহমেদ, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মিয়া, বেহেলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত্র সরকার, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ প্রমুখ।