দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও বিবস্ত্র করে হাঁটাচ্ছে জনতা, চলছে অন্য অত্যাচারও! মণিপুরের এমন ছবি ঘিরে তোলপাড় পুরো ভারত।
মণিপুরে রাস্তার ওপর নারীর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এমনকি, ওই দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ইতোমধ্যে সামাজিকমাধ্যমে এ ঘটনার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলো ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতজুড়ে। মণিপুর সফররত তৃণমূল প্রতিনিধি দল থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মণিপুরের ওই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে মণিপুর সফররত তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নারীদের ওপর অত্যাচারের অভিযোগ আমাদের নজরে এসেছে। সংসদের অধিবেশনে আমরা বিষয়টি তুলব।
তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মণিপুরের রক্ত জমাট বেঁধে যাওয়া সেই দৃশ্য। যেখানে দুই নারীকে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ওপর একদল পুরুষ যৌন নির্যাতন করছে। ’
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বলেছেন, ‘উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় ভাবধারা আক্রান্ত। ’
এমন পরিস্থিতিতে ২৬ দলের নবগঠিত বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ চুপ করে থাকবে না বলে জানান তিনি।