ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএম ডিপোতে আগুন : ফায়ারের নিহত ৮ পরিবার পেলো অর্থ সহায়তা

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় অধিদপ্তরের পরিচালকরা, প্রকল্প পরিচালকরা, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৃত্যুবরণকারী ১৩ ফায়ার সার্ভিস কর্মীর পরিবারের মধ্যে আজ ৮টি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভানোর সময় ১৩ জন ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেন। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এ ১৩ জনকে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মত্যাগকারী ফায়ার ফাইটারদের ‘অগ্নি বীর’ ঘোষণা করেন।

তাদের মধ্যে ৮ জনের পরিবারের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, একসঙ্গে ১৩ জন ফায়ার ফাইটারের মৃত্যু সারা বিশ্বে নজিরবিহীন। আমরা অগ্নি বীরদের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা সবাই একই পরিবারের সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএম ডিপোতে আগুন : ফায়ারের নিহত ৮ পরিবার পেলো অর্থ সহায়তা

আপডেট সময় ০৫:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় অধিদপ্তরের পরিচালকরা, প্রকল্প পরিচালকরা, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৃত্যুবরণকারী ১৩ ফায়ার সার্ভিস কর্মীর পরিবারের মধ্যে আজ ৮টি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভানোর সময় ১৩ জন ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেন। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এ ১৩ জনকে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মত্যাগকারী ফায়ার ফাইটারদের ‘অগ্নি বীর’ ঘোষণা করেন।

তাদের মধ্যে ৮ জনের পরিবারের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, একসঙ্গে ১৩ জন ফায়ার ফাইটারের মৃত্যু সারা বিশ্বে নজিরবিহীন। আমরা অগ্নি বীরদের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা সবাই একই পরিবারের সদস্য।