ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন, নেতাকর্মীদের ঢল

দশ বছর পর মুন্সিগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব আয়োজন। বৃষ্টি -বাদলের তোয়াক্কা না করে সম্মেলন মাঠে আসতে শুরু করছে নেতা কর্মীরা।

শনিবারের (১০ জুন) এ সম্মেলনটির আয়োজন করা হয়েছে মুন্সিগঞ্জের ফ্লাইট লেফট্যানেন্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। দীর্ঘদিন পর সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসব আমেজ। নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন মাঠ ভরপুর ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সর্বশেষ সম্মেলনে আফসার উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও সামসুল কবির মাস্টারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী কমিটি হলেও কেটে গেছে ১০বছর। নতুন কমিটি গঠন নিয়ে আবারও চাঙা দলীয় নেতাকর্মীরা। তবে সভাপতি সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত একাধিক প্রার্থীর নাম শুনা যায়নি। এক্ষেত্রে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকই পুনরায় নেতৃত্ব থাকার গুঞ্জন শুনা যাচ্ছে।

তবে একাধিক প্রার্থী হলে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে নেতা। নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রতি ইউনিয়ন থেকে ১৩ জনসহ মোট ২০০ জন কাউন্সিলের তালিকা গঠন করা আয়োজকরা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, মুন্সিগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনের উদ্ধোধন করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা হিসাবে থাকবেন সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।

সম্মেলনের বিষয়ে সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন ভূঁইয়া জানান, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির পর সম্মেলন শুরু হবে। প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে সভাপতি সাধারণ সম্পাদকের নাম আহ্বান করা হবে। তখনই কতজন প্রার্থী হয় জানা যাবে।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন, নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ০৪:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

দশ বছর পর মুন্সিগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব আয়োজন। বৃষ্টি -বাদলের তোয়াক্কা না করে সম্মেলন মাঠে আসতে শুরু করছে নেতা কর্মীরা।

শনিবারের (১০ জুন) এ সম্মেলনটির আয়োজন করা হয়েছে মুন্সিগঞ্জের ফ্লাইট লেফট্যানেন্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। দীর্ঘদিন পর সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসব আমেজ। নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন মাঠ ভরপুর ।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সর্বশেষ সম্মেলনে আফসার উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও সামসুল কবির মাস্টারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী কমিটি হলেও কেটে গেছে ১০বছর। নতুন কমিটি গঠন নিয়ে আবারও চাঙা দলীয় নেতাকর্মীরা। তবে সভাপতি সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত একাধিক প্রার্থীর নাম শুনা যায়নি। এক্ষেত্রে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকই পুনরায় নেতৃত্ব থাকার গুঞ্জন শুনা যাচ্ছে।

তবে একাধিক প্রার্থী হলে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে নেতা। নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রতি ইউনিয়ন থেকে ১৩ জনসহ মোট ২০০ জন কাউন্সিলের তালিকা গঠন করা আয়োজকরা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, মুন্সিগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনের উদ্ধোধন করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান বক্তা হিসাবে থাকবেন সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।

সম্মেলনের বিষয়ে সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দীন ভূঁইয়া জানান, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির পর সম্মেলন শুরু হবে। প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে সভাপতি সাধারণ সম্পাদকের নাম আহ্বান করা হবে। তখনই কতজন প্রার্থী হয় জানা যাবে।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।