ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঘূর্ণিঝড় সিত্রাং : প্রভাব পড়েনি রেলে, যোগাযোগ স্বাভাবিক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশের রেল যোগাযোগে কোনো প্রভাব পড়েনি। রেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে। তবে প্রতিকূল আবহাওয়া তৈরি হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিয়ে রেখেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে। সব ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে কোনো সমস্যা এখনও হয়নি। তবে যদি আবহাওয়া প্রতীকূল হয়, সেজন্য আমাদের ব্যবস্থা নেওয়া আছে।

আবহাওয়ার সবশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ঘূর্ণিঝড় সিত্রাং : প্রভাব পড়েনি রেলে, যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৬:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশের রেল যোগাযোগে কোনো প্রভাব পড়েনি। রেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে। তবে প্রতিকূল আবহাওয়া তৈরি হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিয়ে রেখেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে। সব ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে কোনো সমস্যা এখনও হয়নি। তবে যদি আবহাওয়া প্রতীকূল হয়, সেজন্য আমাদের ব্যবস্থা নেওয়া আছে।

আবহাওয়ার সবশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।