মাদক ও উগ্রবাদ কে ‘না‘ বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি: এই স্লোগানকে সামনে রেখে বন্দীশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সহিত মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৪ই জুন রবিবার বন্দীশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, কুমিল্লা-০৬ ও সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার)।
উক্ত মাদক বিরোধী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন কুমিল্লা থেকেই কুমিল্লার পুলিশকে মাদক নির্মূলে উদাহরণ সৃষ্টি করতে হবে।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই পুলিশ বাহিনীকেও জিরো টলারেন্স নীতিতে থেকে মাদক নির্মূলে কঠিন ভূমিকা রাখতে হবে। কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এখানে প্রতিনিয়ত মাদক আসছে। আবার প্রচুর মাদক আটকও হচ্ছে। কিন্তু কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক ব্যবসা করে, কারা পৃষ্ঠপোষকতা করে এসবের খবর নিয়ে এলাকায় এলাকায় ঘুরে তালিকা সংগ্রহ করে কঠোর অবস্থানে যান।
পুলিশ সুপার উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন- কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষৎ কান্ডারি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব গুনাবলী রয়েছে। আপনাদের এলাকায় কেউ মাদক কারবারী থাকলে পুলিশ প্রশাসনকে জানান আপনাদেরই দায়িত্ব আপনাদের সন্তানকে মাদকের ছোবল থেকে রক্ষা করা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব কামরান হোসেন।
কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এ জেলার ৫টি থানা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। পুলিশ সুপার নির্দেশনায় ৫টি সীমান্তবর্তী থানার শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহাম্মদ সনজুর মোরশেদ, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা।