ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চোরের বাড়িতে কী নেই, অবাক পুলিশ!

মোটরসাইকেল থেকে হাতঘড়ি— কী নেই, ঘরের ভেতরে রয়েছে সবই। একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তারের পর এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন ভারতের রাজারহাট থানার তদন্ত কর্মকর্তারা।

অভিযুক্তের নাম রাজা সর্দার ওরফে বড় রাজা। তার বাড়ি শাসনের বোয়ালঘাটা এলাকায়। তাকে গ্রেপ্তার করে একটি মোটরসাইকেল উদ্ধারের সময়ে তার বাড়ি থেকে আরও বহু চোরাই জিনিসপত্র তদন্ত কর্মকর্তারা পেয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। গত শনিবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একাংশ জানিয়েছে, কয়েকদিন আগে তারা একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছিল। সেই ঘটনার তদন্তে বড় রাজার নাম উঠে আসে। এরপরই শনিবার বোয়ালঘাটায় তার বাড়িতে হানা দেয় রাজারহাট থানার পুলিশ।

সূত্রের খবর, বড় রাজার বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পাশাপাশি মিলেছে আরও একটি মোটরসাইকেল। এছাড়াও উদ্ধার করা হয়েছে মোটর-রিকশা, হাতঘড়ি, পাম্পসহ নানা জিনিসপত্র। পুলিশ অবশ্য সরাসরি এত কিছু উদ্ধারের কথা স্বীকার করেনি। তবে বহু চুরির মালের হদিস মিলেছে বলেই তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, সে মূলত রাজারহাট, শাসন এবং হাড়োয়া— এই তিন জায়গার বিভিন্ন এলাকায় চুরি করেছে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকারও করেছে বলে তদন্ত কর্মকর্তাদের দাবি।

বিধাননগর কমিশনারেটের কর্মকর্তারা জানান, বড় রাজা তাদের জানিয়েছে, সে বিভিন্ন ধরনের নেশা করে। তাই তার টাকার দরকার হয়। সেই টাকা জোগাড় করতে যা পায় তা-ই চুরি করে বিক্রি করে দেয়। দীর্ঘদিন ধরে বড় রাজা ওই সব জায়গায় চুরি করছে বলে পুলিশকে জানিয়েছে।

পুলিশ সূত্র খবর, বাড়িতে থাকা মোটরসাইকেল, মোটর-রিকশা, হাতঘড়ির মতো জিনিসগুলো বড় রাজা কোথা থেকে চুরি করেছে তা তার কাছ থেকে জানার চেষ্টা চলছে। এক তদন্ত কর্মকর্তার কথায়, ‘অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, চুরি করা তার পেশা। প্রতিদিনই সে চুরি করতে বের হয়। কিছু না কিছু চুরি না করে বাড়িফেরে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

চোরের বাড়িতে কী নেই, অবাক পুলিশ!

আপডেট সময় ১০:০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

মোটরসাইকেল থেকে হাতঘড়ি— কী নেই, ঘরের ভেতরে রয়েছে সবই। একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তারের পর এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন ভারতের রাজারহাট থানার তদন্ত কর্মকর্তারা।

অভিযুক্তের নাম রাজা সর্দার ওরফে বড় রাজা। তার বাড়ি শাসনের বোয়ালঘাটা এলাকায়। তাকে গ্রেপ্তার করে একটি মোটরসাইকেল উদ্ধারের সময়ে তার বাড়ি থেকে আরও বহু চোরাই জিনিসপত্র তদন্ত কর্মকর্তারা পেয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। গত শনিবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একাংশ জানিয়েছে, কয়েকদিন আগে তারা একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়েছিল। সেই ঘটনার তদন্তে বড় রাজার নাম উঠে আসে। এরপরই শনিবার বোয়ালঘাটায় তার বাড়িতে হানা দেয় রাজারহাট থানার পুলিশ।

সূত্রের খবর, বড় রাজার বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করার পাশাপাশি মিলেছে আরও একটি মোটরসাইকেল। এছাড়াও উদ্ধার করা হয়েছে মোটর-রিকশা, হাতঘড়ি, পাম্পসহ নানা জিনিসপত্র। পুলিশ অবশ্য সরাসরি এত কিছু উদ্ধারের কথা স্বীকার করেনি। তবে বহু চুরির মালের হদিস মিলেছে বলেই তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, সে মূলত রাজারহাট, শাসন এবং হাড়োয়া— এই তিন জায়গার বিভিন্ন এলাকায় চুরি করেছে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকারও করেছে বলে তদন্ত কর্মকর্তাদের দাবি।

বিধাননগর কমিশনারেটের কর্মকর্তারা জানান, বড় রাজা তাদের জানিয়েছে, সে বিভিন্ন ধরনের নেশা করে। তাই তার টাকার দরকার হয়। সেই টাকা জোগাড় করতে যা পায় তা-ই চুরি করে বিক্রি করে দেয়। দীর্ঘদিন ধরে বড় রাজা ওই সব জায়গায় চুরি করছে বলে পুলিশকে জানিয়েছে।

পুলিশ সূত্র খবর, বাড়িতে থাকা মোটরসাইকেল, মোটর-রিকশা, হাতঘড়ির মতো জিনিসগুলো বড় রাজা কোথা থেকে চুরি করেছে তা তার কাছ থেকে জানার চেষ্টা চলছে। এক তদন্ত কর্মকর্তার কথায়, ‘অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, চুরি করা তার পেশা। প্রতিদিনই সে চুরি করতে বের হয়। কিছু না কিছু চুরি না করে বাড়িফেরে না।’