ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়েদের বিশ্বকাপ শুরু আজ, প্রথম দিনই নামছে বাংলাদেশ শহীদ জিয়াকে নিয়ে আরো বেশি বেশি গবেষণা করা দরকার সাবেক ভিসি ড. আনোয়ারউল্লাহ চৌধুরী পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে যুবদল: যুবদল সাধারণ সম্পাদক নয়ন আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রোববার মুক্তি ৯৫ ফিলিস্তিনির বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় গ্রীন ভিউ মডেল স্কুলের সাফল্য “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ৩১দফা বাস্তবায়ন”প্রশিক্ষণ কর্মশালা। রাজবাড়ীতে ব্যক্তিমালিকানা জমি দখল করে শহীদ মিনার নির্মাণের অভিযোগ তাবলীগ জামাতের বিভাজন নিয়ে বৈষম্যের অভিযোগ, সচেতন ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

সমুদ্রে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি করছে চীন

তাইওয়ান, বাণিজ্য, প্রযুক্তি ও গুপ্তচরবৃত্তিসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা লেগেই রয়েছে। আবার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের আশপাশের দেশসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের বৈরিতাও কম নয়। আর এর মধ্যেই সমুদ্রে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।

আর এই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংকটে ফিলিপাইনের পাশে থাকার কথাও জানিয়েছে বৈশ্বিক পরাশক্তি এই দেশটি। রোববার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র শনিবার চীনকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনার এই সময়ে ফিলিপাইনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংকে তার উস্কানিমূলক ও অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত শুক্রবার চীনের কোস্টগার্ডকে ‘আক্রমণাত্মক কৌশল’ অবলম্বনের জন্য অভিযুক্ত করে ফিলিপাইন। মূলত ফিলিপাইন-নিয়ন্ত্রিত সেকেন্ড থমাস শোলের কাছে ফিলিপিনো কোস্ট গার্ডের টহল চলাকালীন এক ঘটনার পরে ওই এই অভিযোগ সামনে আসে।

রয়টার্স বলছে, চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। মূলত ‘নাইন-ড্যাশ লাইন’ দিয়ে চীন এই সাগরের ৮০ শতাংশের মালিকানা দাবি করে থাকে। যদিও চীনের এই দাবি তার মূল ভূখণ্ড থেকে ১৫০০ কিলোমিটারেরও বেশি প্রসারিত এবং ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বিভক্ত।

তবে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের এই দাবি ২০১৬ সালে খারিজ করে দিয়েছে হেগের পারমানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)। পিসিএ বলেছে, চীনের ১৯৪০ সালের ‘নাইন ড্যাশ লাইন’-এর আইনি কোনও ভিত্তি নেই।

তবে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিপাইনের জাহাজগুলো চীনা জলসীমায় অনুপ্রবেশ করেছে এবং ইচ্ছাকৃত উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে।

এর বিপরীতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ওয়াশিংটন ‘নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক আদেশ সমুন্নত রাখতে আমাদের ফিলিপাইনের মিত্রদের পাশে দাঁড়িয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের বিশ্বকাপ শুরু আজ, প্রথম দিনই নামছে বাংলাদেশ

সমুদ্রে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি করছে চীন

আপডেট সময় ০১:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

তাইওয়ান, বাণিজ্য, প্রযুক্তি ও গুপ্তচরবৃত্তিসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা লেগেই রয়েছে। আবার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের আশপাশের দেশসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের বৈরিতাও কম নয়। আর এর মধ্যেই সমুদ্রে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।

আর এই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংকটে ফিলিপাইনের পাশে থাকার কথাও জানিয়েছে বৈশ্বিক পরাশক্তি এই দেশটি। রোববার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র শনিবার চীনকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজগুলোকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনার এই সময়ে ফিলিপাইনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংকে তার উস্কানিমূলক ও অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত শুক্রবার চীনের কোস্টগার্ডকে ‘আক্রমণাত্মক কৌশল’ অবলম্বনের জন্য অভিযুক্ত করে ফিলিপাইন। মূলত ফিলিপাইন-নিয়ন্ত্রিত সেকেন্ড থমাস শোলের কাছে ফিলিপিনো কোস্ট গার্ডের টহল চলাকালীন এক ঘটনার পরে ওই এই অভিযোগ সামনে আসে।

রয়টার্স বলছে, চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। মূলত ‘নাইন-ড্যাশ লাইন’ দিয়ে চীন এই সাগরের ৮০ শতাংশের মালিকানা দাবি করে থাকে। যদিও চীনের এই দাবি তার মূল ভূখণ্ড থেকে ১৫০০ কিলোমিটারেরও বেশি প্রসারিত এবং ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বিভক্ত।

তবে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের এই দাবি ২০১৬ সালে খারিজ করে দিয়েছে হেগের পারমানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)। পিসিএ বলেছে, চীনের ১৯৪০ সালের ‘নাইন ড্যাশ লাইন’-এর আইনি কোনও ভিত্তি নেই।

তবে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিপাইনের জাহাজগুলো চীনা জলসীমায় অনুপ্রবেশ করেছে এবং ইচ্ছাকৃত উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে।

এর বিপরীতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ওয়াশিংটন ‘নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক আদেশ সমুন্নত রাখতে আমাদের ফিলিপাইনের মিত্রদের পাশে দাঁড়িয়েছে।’