ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি ভোলায় ডিবির অভিযানে বিপুল পরিমান চোরাই মালামালসহ আটক-১ কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন’ গ্রুপের সদস্য গ্রেপ্তার পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন। জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমনিরহাটে এফএনবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

ব্লক হওয়ার পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেল এএনআই-এনডিটিভি

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে ব্লক হওয়ার পর শেষমেষ আবারও অ্যাকাউন্ট ফিরে পেয়েছে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনডিটিভি এবং দেশটির অন্যতম প্রধান বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

শনিবার (২৯ এপ্রিল) ভারতের উভয় প্রতিষ্ঠানই তাদের অ্যাকাউন্ট ফিরে পায়। এর আগে সাসপেনশনের কোনও কারণ উল্লেখ না করেই এই দু’টি সংস্থার প্রধান দু’টি টুইটার অ্যাকাউন্ট লক করার কথা জানানো হয়। রোববার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার পর বার্তাসংস্থা এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট কাজ করছে বলে মনে হচ্ছে। এসময় সংস্থাটি অস্থায়ী বিভ্রাট ও এর জেরে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করে।

অন্যদিকে এনডিটিভির টুইটার অ্যাকাউন্টও ব্যাক আপ করা হয়েছিল।

এর আগে টুইটারে এনডিটিভির ইংরেজি পরিষেবা অ্যাকাউন্ট @NDTV এবং @ANI হ্যান্ডেলের জন্য সার্চ করা হলেও সেখানে ফলাফল দেখানো হচ্ছিল- ‘এই অ্যাকাউন্টটি আর বিদ্যমান নেই। অন্য অনুসন্ধান করার চেষ্টা করুন।’

অবশ্য এই দুই সংস্থার প্রধান দু’টি অ্যাকাউন্ট ছাড়া তাদের অন্যান্য অ্যাকাউন্টকে কার্যকর অবস্থায় দেখা যাচ্ছিল।

এএনআই সম্পাদক স্মিতা প্রকাশ তার নিউজ এজেন্সির টুইটার হ্যান্ডেল লক হওয়ার একটি স্ক্রিনশট টুইট করেছেন। টুইটার থেকে বার্তায় বলা হয়েছে, তাদের অ্যাকাউন্টটি প্ল্যাটফর্মে থাকার জন্য ‘প্রয়োজনীয় বয়সের বাধ্যবাধকতা পূরণ করেনি’ এবং পরে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে।

এনডিটিভির অন্য অ্যাকাউন্ট @ndtvindia থেকে করা টুইট বার্তায় বলা হয়, তাদের প্রধান হ্যান্ডেলটি ব্লক করা হয়েছে। টুইটারের সিইও ইলন মাস্কের অফিসিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে ওই টুইটে স্থগিত অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

টুইটটিতে আরও বলা হয়, এনডিটিভির প্রধান ওই টুইটার হ্যান্ডেলটি ভারতের সর্বাধিক অনুসরণ করা ইংরেজি ভাষার নিউজ হ্যান্ডেল। অন্যদিকে স্মিতা প্রকাশ বলেছেন, সাসপেনশনের আগে এএনআইয়ের অ্যাকাউন্টে ৭৬ লাখ ফলোয়ার ছিল। অবশ্য স্থগিতাদেশের কোনও কারণ টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের কাছে স্পষ্ট করা হয়নি।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি)-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া এপ্রিল মাসের শুরুর দিকে তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বন্ধ করে দেয়। কারণ টুইটার সেসময় এসব প্রতিষ্ঠানকে ‘সরকারি-অর্থায়নে’ পরিচালিত বলে তকমা দিয়েছিল। পরে অবশ্য টুইটারের সেই তকমা সরিয়ে নেওয়া হয়।

বার্তাসংস্থাটি বলছে, ভারতীয় শিল্পপতি আদানির মালিকানাধীন এনডিটিভি দেশটির একটি তালিকাভুক্ত কোম্পানি এবং অন্যদিকে এএনআই ব্যক্তিগত। সরকারের কাছ থেকে এই দুই প্রতিষ্ঠানের জন্য কোনও অর্থায়ন আছে বলে জানা যায় না।

অবশ্য এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি এএনআই। এছাড়া অ্যাকাউন্টে স্থগিতাদেশের বিষয়ে মন্তব্য পেতে তাৎক্ষণিকভাবে এনডিটিভি এবং টুইটারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে ব্যাপক রদবদল ঘটেছে। অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়া থেকে শুরু করে কর্মী ছাঁটাইসহ বিভিন্ন কারণে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে টুইটার।

আর বিতর্কিত তেমন কোনও কারণেই কি বয়সের অজুহাত তুলে সংবাদ সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইছেন ধনকুবের ইলন মাস্ক? উঠছে সেই প্রশ্নও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ব্লক হওয়ার পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পেল এএনআই-এনডিটিভি

আপডেট সময় ০১:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে ব্লক হওয়ার পর শেষমেষ আবারও অ্যাকাউন্ট ফিরে পেয়েছে ভারতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনডিটিভি এবং দেশটির অন্যতম প্রধান বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

শনিবার (২৯ এপ্রিল) ভারতের উভয় প্রতিষ্ঠানই তাদের অ্যাকাউন্ট ফিরে পায়। এর আগে সাসপেনশনের কোনও কারণ উল্লেখ না করেই এই দু’টি সংস্থার প্রধান দু’টি টুইটার অ্যাকাউন্ট লক করার কথা জানানো হয়। রোববার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার পর বার্তাসংস্থা এএনআই তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট কাজ করছে বলে মনে হচ্ছে। এসময় সংস্থাটি অস্থায়ী বিভ্রাট ও এর জেরে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করে।

অন্যদিকে এনডিটিভির টুইটার অ্যাকাউন্টও ব্যাক আপ করা হয়েছিল।

এর আগে টুইটারে এনডিটিভির ইংরেজি পরিষেবা অ্যাকাউন্ট @NDTV এবং @ANI হ্যান্ডেলের জন্য সার্চ করা হলেও সেখানে ফলাফল দেখানো হচ্ছিল- ‘এই অ্যাকাউন্টটি আর বিদ্যমান নেই। অন্য অনুসন্ধান করার চেষ্টা করুন।’

অবশ্য এই দুই সংস্থার প্রধান দু’টি অ্যাকাউন্ট ছাড়া তাদের অন্যান্য অ্যাকাউন্টকে কার্যকর অবস্থায় দেখা যাচ্ছিল।

এএনআই সম্পাদক স্মিতা প্রকাশ তার নিউজ এজেন্সির টুইটার হ্যান্ডেল লক হওয়ার একটি স্ক্রিনশট টুইট করেছেন। টুইটার থেকে বার্তায় বলা হয়েছে, তাদের অ্যাকাউন্টটি প্ল্যাটফর্মে থাকার জন্য ‘প্রয়োজনীয় বয়সের বাধ্যবাধকতা পূরণ করেনি’ এবং পরে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে।

এনডিটিভির অন্য অ্যাকাউন্ট @ndtvindia থেকে করা টুইট বার্তায় বলা হয়, তাদের প্রধান হ্যান্ডেলটি ব্লক করা হয়েছে। টুইটারের সিইও ইলন মাস্কের অফিসিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে ওই টুইটে স্থগিত অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

টুইটটিতে আরও বলা হয়, এনডিটিভির প্রধান ওই টুইটার হ্যান্ডেলটি ভারতের সর্বাধিক অনুসরণ করা ইংরেজি ভাষার নিউজ হ্যান্ডেল। অন্যদিকে স্মিতা প্রকাশ বলেছেন, সাসপেনশনের আগে এএনআইয়ের অ্যাকাউন্টে ৭৬ লাখ ফলোয়ার ছিল। অবশ্য স্থগিতাদেশের কোনও কারণ টুইটারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের কাছে স্পষ্ট করা হয়নি।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি)-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া এপ্রিল মাসের শুরুর দিকে তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বন্ধ করে দেয়। কারণ টুইটার সেসময় এসব প্রতিষ্ঠানকে ‘সরকারি-অর্থায়নে’ পরিচালিত বলে তকমা দিয়েছিল। পরে অবশ্য টুইটারের সেই তকমা সরিয়ে নেওয়া হয়।

বার্তাসংস্থাটি বলছে, ভারতীয় শিল্পপতি আদানির মালিকানাধীন এনডিটিভি দেশটির একটি তালিকাভুক্ত কোম্পানি এবং অন্যদিকে এএনআই ব্যক্তিগত। সরকারের কাছ থেকে এই দুই প্রতিষ্ঠানের জন্য কোনও অর্থায়ন আছে বলে জানা যায় না।

অবশ্য এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি এএনআই। এছাড়া অ্যাকাউন্টে স্থগিতাদেশের বিষয়ে মন্তব্য পেতে তাৎক্ষণিকভাবে এনডিটিভি এবং টুইটারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে ব্যাপক রদবদল ঘটেছে। অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়া থেকে শুরু করে কর্মী ছাঁটাইসহ বিভিন্ন কারণে বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে টুইটার।

আর বিতর্কিত তেমন কোনও কারণেই কি বয়সের অজুহাত তুলে সংবাদ সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইছেন ধনকুবের ইলন মাস্ক? উঠছে সেই প্রশ্নও।