ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রায় পতন অব্যাহত রয়েছে। বুধবার এই প্রথম ডলার পৌঁছায় ৮৩ রুপিতে। একদিনেই ডলারের দাম বেড়েছে ৬০ পয়সা। ফলে রেকর্ড তলানিতে ভারতের মুদ্রা।
এক মাসেরও কম সময়ের মধ্যে ৭৯ রুপি থেকে ৮৩ রুপিতে উঠেছে ডলার। বিশেষজ্ঞদের আশঙ্কা, রুপির এমন পতন ভারতের অর্থনীতিতে চাপ বাড়াবে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার সুবিধা নেওয়া যাবে না। অন্যান্য পণ্য এবং পণ্য তৈরির কাঁচামাল আমদানির খরচও বাড়বে। সব মিলিয়ে চড়া আমদানি খরচ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বাধা হতে পারে।
বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধির সমস্যা ভয়ঙ্কর আকার নিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের শীর্ষ ব্যাংক তাতে লাগাম টানতে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে। ফলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো দেশ মন্দার কবলে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই ডলারে বিনিয়োগ এবং সে জন্য তার দাম বৃদ্ধি অস্বাভাবিক নয়।