ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি পদক পেলেন জাতীয়তাবাদী বিএনপির রাজশাহী জেলার সদস্য সচিব গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি : যুবদল সভাপতি মোনায়েম মুন্না তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল? সিএমপির পাহাড়তলী থানার মাদক বিরোধী অভিযানে ভুয়া সাংবাদিক ফারুক মাদকসহ গ্রেফতার অন্তর্বতী সরকারের ১শ দিন পার হলেও সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের এখনও আওয়ামী লীগের দোসরা বহাল পূর্বাচলে দুর্নীতির রাজত্ব গড়েছেন নায়েব আলী শরীফ ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ নবীনবরণ উৎসব ২০২৪ পালিত। মুগদায় ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে তিন সংগঠন

দেশের তৈরি পোশাক খাতের কর্মীদের সুস্থতা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ইন্টেগ্রাল গ্লোবাল (আইজি) ও আয়াত এডুকেশন।

মঙ্গলবার (১১অক্টোবর) বিজিএমইএ ভবনে প্রতিষ্ঠান তিনটির প্রধানদের উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান ও আইজির পরিচালক ও প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ।

সমঝোতা চুক্তি অনুযায়ী, গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালীকরণ ও তাদের উৎপাদনশীলতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন। একই সাথে বিভিন্ন কারখানা ও সেখানকার জনগোষ্ঠীর শ্বাসতন্ত্রের সমস্যাজনিত ও করোনার ঝুঁকি কমাতেও যৌথভাবে কাজ করবে এই তিনটি সংগঠন।

পোশাক খাতের প্রায় ৯৫ ভাগ শ্রমিক এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৫ ভাগ ও তৃতীয় ডোজ প্রক্রিয়া চলমান রয়েছে। এটা চলমান থাকায় গার্মেন্টস কর্মীরা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুব কঠোরভাবে পরিপালন করে আসছে। তবে এসব কর্মীদের মধ্যে করোনার ভয়াবহতার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আয়াত এডুকেশনের সিইও নুসরাত আমান বলেন, দেশে তৈরি পোশাক খাতে উন্নতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঠিক স্বাস্থ্যসুরক্ষা দিতে গিয়ে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এই যৌথ উদ্যোগ পোশাক শ্রমিকদের সুস্থতার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। এটা শুধুমাত্র তাদের শারীরিক সুস্থতার গুরুত্ব দেবে না, তাদের কাজের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করবে।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের এই অংশীদারিত্বমূলক সহযোগিতা চুক্তির মাধ্যমে কর্মীদের উৎপাদনশীলতার উন্নতি ঘটাবে এবং আমাদের কর্মীদের উন্নতির নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুশীলন সহযোগিতা করবে।

আইজির পরিচালক ও প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রভাব ছিল ব্যাপক। ২০২০ ও ২০২১ সাল ছিল পুরো বিশ্বের জন্য খুবই চ্যালেঞ্জিং। কোম্পানিগুলো বাধ্য হয়েছে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে ও কর্মীদের ছেড়ে দিতে এবং উভয় পক্ষের মধ্যকার অসহায়ত্ব ছিল। কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই অংশীদারিত্বমূলক সমঝোতায় তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছি। যাতে ভবিষ্যতে যেকোনো ধরনের স্বাস্থ্য বিপর্যয় থেকে আমরা তাদের নিরাপদ রাখতে পারি।

প্রাথমিকভাবে ইন্টেগ্রাল গ্লোবালের সহযোগিতায় আয়াত এডুকেশন বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোতে দ্রুত করোনা ছড়িয়ে পড়া রোধে প্রাথমিক পর্যায়টি সফলভাবে বাস্তবায়ন করেছে। যার ফলে রেডিমেড গার্মেন্টস সেক্টরের কর্মীদের ভ্যাকসিন কর্মসূচি ৭৭ ভাগ এ এবং সহযোগী কারখানাগুলোর প্রতিরক্ষামূলক কার্যক্রম ৮৫ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে। যা নিশ্চিতভাবেই কারখানাগুলোকে করোনায় এ আক্রান্ত হওয়া থেকে নিরাপদ রেখেছে এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে করোনা ছড়িয়ে পড়া দ্রুত কমাতে সক্ষম হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল

গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে তিন সংগঠন

আপডেট সময় ০৩:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

দেশের তৈরি পোশাক খাতের কর্মীদের সুস্থতা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ইন্টেগ্রাল গ্লোবাল (আইজি) ও আয়াত এডুকেশন।

মঙ্গলবার (১১অক্টোবর) বিজিএমইএ ভবনে প্রতিষ্ঠান তিনটির প্রধানদের উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান ও আইজির পরিচালক ও প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ।

সমঝোতা চুক্তি অনুযায়ী, গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালীকরণ ও তাদের উৎপাদনশীলতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন। একই সাথে বিভিন্ন কারখানা ও সেখানকার জনগোষ্ঠীর শ্বাসতন্ত্রের সমস্যাজনিত ও করোনার ঝুঁকি কমাতেও যৌথভাবে কাজ করবে এই তিনটি সংগঠন।

পোশাক খাতের প্রায় ৯৫ ভাগ শ্রমিক এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৫ ভাগ ও তৃতীয় ডোজ প্রক্রিয়া চলমান রয়েছে। এটা চলমান থাকায় গার্মেন্টস কর্মীরা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুব কঠোরভাবে পরিপালন করে আসছে। তবে এসব কর্মীদের মধ্যে করোনার ভয়াবহতার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুষ্ঠানে আয়াত এডুকেশনের সিইও নুসরাত আমান বলেন, দেশে তৈরি পোশাক খাতে উন্নতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে অনেক সময় গার্মেন্টস কারখানার শ্রমিকদের সঠিক স্বাস্থ্যসুরক্ষা দিতে গিয়ে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এই যৌথ উদ্যোগ পোশাক শ্রমিকদের সুস্থতার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। এটা শুধুমাত্র তাদের শারীরিক সুস্থতার গুরুত্ব দেবে না, তাদের কাজের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করবে।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, আমাদের এই অংশীদারিত্বমূলক সহযোগিতা চুক্তির মাধ্যমে কর্মীদের উৎপাদনশীলতার উন্নতি ঘটাবে এবং আমাদের কর্মীদের উন্নতির নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুশীলন সহযোগিতা করবে।

আইজির পরিচালক ও প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রভাব ছিল ব্যাপক। ২০২০ ও ২০২১ সাল ছিল পুরো বিশ্বের জন্য খুবই চ্যালেঞ্জিং। কোম্পানিগুলো বাধ্য হয়েছে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে ও কর্মীদের ছেড়ে দিতে এবং উভয় পক্ষের মধ্যকার অসহায়ত্ব ছিল। কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই অংশীদারিত্বমূলক সমঝোতায় তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছি। যাতে ভবিষ্যতে যেকোনো ধরনের স্বাস্থ্য বিপর্যয় থেকে আমরা তাদের নিরাপদ রাখতে পারি।

প্রাথমিকভাবে ইন্টেগ্রাল গ্লোবালের সহযোগিতায় আয়াত এডুকেশন বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোতে দ্রুত করোনা ছড়িয়ে পড়া রোধে প্রাথমিক পর্যায়টি সফলভাবে বাস্তবায়ন করেছে। যার ফলে রেডিমেড গার্মেন্টস সেক্টরের কর্মীদের ভ্যাকসিন কর্মসূচি ৭৭ ভাগ এ এবং সহযোগী কারখানাগুলোর প্রতিরক্ষামূলক কার্যক্রম ৮৫ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে। যা নিশ্চিতভাবেই কারখানাগুলোকে করোনায় এ আক্রান্ত হওয়া থেকে নিরাপদ রেখেছে এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে করোনা ছড়িয়ে পড়া দ্রুত কমাতে সক্ষম হয়েছে।