মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিংকু চন্দ্র পাল ও মাহবুবুর রহমান আদেলের যৌথ সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম, গনেশ গোয়ালা, মোঃ কুদ্দুস মিয়া, প্রদীপ চন্দ্র দাস, রাবেয়া আক্তার, শিক্ষানুরাগী সদস্য নাজমুল ইসলাম লিজনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্যরা ব্যক্তিবর্গরা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও পাসের হার বাড়ানোর জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরমান আলী বলেন, গত বছর এসএসসিতে পাসের হার ছিল ৬৬ শতাংশ যা খুব ভালো বলা যায় না। এ বছর আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আশাবাদী এবার ভালো রেজাল্ট হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমেদ বলেন, করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্লাস করতে না পারায় ফলাফল তেমন ভালো হয় নি।
ফুলতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম শেলু বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটা দূরত্ব ছিল যার ফলে শিক্ষার্থীরা খামখেয়ালিপনা বেশি করতো। শিক্ষকরা শাসন করলে অনেক অভিভাবক শিক্ষকদের জবাবদিহিতার মুখে দাঁড় করাতেন। এইসব বিষয়ের নেতিবাচক প্রভাব পড়েছে এসএসসির ফলাফলে।
এসময় বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাজমুল আলম লিজনের অর্থায়নে গত বার্ষিক পরীক্ষায় সকল শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।