র্যাব-৮, ব্যাটালিয়ন সদর কোম্পানি এবং সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ভোলা জেলার তজমুদ্দিন থানার একটি হত্যা মামলার ৪ আসামি কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ভোলা জেলার তজমুদ্দিন থানার মামলা নং-২/৮০, ধারা-১৪৩/৪৪৭/
৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ জহির (৩৫), পিতা-আঃ হক, সাং-উত্তর চাঁচড়া, থানা-তজমুদ্দিন, জেলা-ভোলাকে বিএমপি বরিশাল কোতোয়ালি থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড হতে ইং ০৮/১১/২০২৪ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়৷ এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হতে অধিযাচন পত্র প্রাপ্তির পর র্যাব ক্যাম্প, ভোলা সংশ্লিষ্ট মামলার পলাতক আসামীদের এবং তাহাদের নিকট
আত্নীয়-স্বজনদের ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহপূর্বক আসামীদের অবস্থান সনাক্ত করার জন্য কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে, মামলার ঘটনার পর হতে কয়েক মাস যাবৎ আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করে আসছে। পরবর্তীতে, তথ্য প্রযুক্তির সহায়তায় গত ০৭/১১/২০২৪ ইং তারিখ মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ ফজলুল হক প্রঃ ফয়েজ উদ্দিন (৩৭), ০৩ নং আসামী মোঃ ফরিদ উদ্দিন (৪০) এবং ০৫ নং আসামী মোঃ জাকির (২২) দের জিএমপি গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান সনাক্ত পূর্বক র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় ০৪ নং পলাতক আসামী মোঃ জহির (৩৫) এর অবস্থান সনাক্তপূর্বক সিপিএসসি, ভোলা ক্যাম্প ও র্যাব-৮, ব্যাটালিয়ন সদর কোম্পানি কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে তাহাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায় গ্রেফতারকালে আসামী জহিরের নিকট হতে তাহার ব্যাবহৃত ০৩ (তিন) টি মোবাইল ফোন, ০১ (এক) টি ভোটার আইডি কার্ড, ০১ (এক) টি মানিব্যাগ এবং নগদ ১৪,৮২০ টাকা পাওয়া যায়। আসামীদের কে তজুমউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।