রাজধানীতে কুখ্যাত চোরাই গাড়ি চোর চক্রের মূলহোতা শাহ আলমসহ দুই জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার টেগরিয়াপাড়া আনার হোসেনের পুত্র চোর চক্রের মূলহোতা শাহ আলম (২৮), এবং তার সহযোগী একই থানা এলাকার মোঃ কাদেরের পুত্র মোঃ মাহাবুর (৩১)।
আজ দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ দল শুক্রবার বিকেল সোয়া তিন টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত চোরাই গাড়ি চোরচক্রের মূলহোতা শাহ আলমসহ তার সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি জানান, এসময় তাদের নিকট থেকে একটি চোরাই মিনি ট্রাক উদ্বারমূলে জব্দ করেছে এলিট ফোর্স র্যাব-৩।
এদিকে, র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে লোকচক্ষুর আড়ালে গাড়ি চুরি করে নিজ হেফাজতে রেখে রাজধানী ও রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।