যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেল কর্পোরেশন জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কর্মীদের বেতন কমানো বিষয়টি নিশ্চিত করেছে ইনটেল কর্পোরেশন। কোম্পানির মাঝারি শ্রেণির কর্মীদের বেতন কমানো হবে ৫ শতাংশ। অপরদিকে প্রধান নির্বাহী প্যাট গেলসিংগারের বেতন কমানো হবে প্রায় ২৫ শতাংশ। তবে যারা ঘণ্টাভিত্তিক কাজ করেন তাদের বেতন আগের মতোই থাকবে।
ইনটেলের মুখপাত্র অ্যাডি বার জানিয়েছেন, কর্মীদের ওপর প্রভাব রাখতে বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। যা তাদের বিনিয়োগ ও পুরো ব্যবসাকে সহায়তা করবে। এদিকে ইনটেল যখন বেতন কমানোর ঘোষণা দিল তখনই জানা গেল পেমেন্ট ফার্ম পেপ্যাল তাদের ৭ শতাংশ বা প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করবে।
অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ায় আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও চরম অনিশ্চয়তায় পড়েছে। আর এ থেকেই নিজেদের খরচ কমিয়ে একটি শক্ত অবস্থানে থাকতে চাচ্ছে কোম্পানিগুলো। পেপ্যালও এবার একই পথে হাঁটতে যাচ্ছে।
গত বছরের নভেম্বরে পেপ্যাল কর্তৃপক্ষ জানায়, ধারণা অনুযায়ী বার্ষিক লভ্যাংশ অর্জন করতে পারবে না তারা। এছাড়া যুক্তরাষ্ট্রে ই-কমার্স কোম্পানিগুলোর অর্থনৈতিক কার্যক্রম ধীরগতির থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পেপ্যাল। এদিকে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের বড় বড় সব কোম্পানি কর্মী ছাঁটাইয়ের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিপুল সম্ভাবনাময় ও পুরো বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ফেসবুক, টুইটার, গুগলসহ প্রায় সব কোম্পানি কর্মী সংখ্যা কমিয়েছে।