২৯ সেপ্টেম্বর২০২২, রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দৈনিক আমাদের মাতৃভূমি কে এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, মঙ্গলবার ভোরে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির এক নারীকে নিয়ে তুরাগ থানায় আসেন।
তিনি জানান, ওই নারীকে মঙ্গলবার গভীর রাতে উত্তরার ১৭ নম্বর সেক্টরের পরিত্যক্ত একটি প্লটে দুই থেকে তিনজন বখাটে ধর্ষণ করেন। ওসি বলেন, ভুক্তভোগী ওই নারী এখনো সুস্থ হয়ে ওঠেননি।
ফলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। অভিযোগের প্রমাণ সংগ্রহে ডিএনএ নমুনা সংগ্রহসহ তার কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন