স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জটিল রোগের চিকিৎসা মান উন্নয়নে বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সভায় ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৩’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্য সংশোধিত আকারে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।